আলোকছটা”(অন্ধ হিমেল অভ্র আবির) আদিম দেবতার অভিশাপে হিমেল কবি বেঁধেছি ঘর নীহারিকা প’রে। তপ্ত বায়ু আসে নর ও নারীর;পৃথিবীর নীড়ে, ছিলেম বিক্ষিপ্ত জীব এক-অভিশপ্ত নগরীর। অন্য মানবীরা এসেছিল দুর মঙ্গল গ্রহ থেকে। লয়ে যায় মোরে-জনমের তরে,বিষাদ তুরবর হতে মরু তরু দ’লে।সবে নিরাক পড়ে’ছে ঢেড় কবি হিমেলের গায়ে।সহস্র বছর ছিনু ঘোর নিরাকে,সহস্র আঁধারে ছিনু একেলা-পথিক; [ বিস্তারিত ]