অমাবস্যা আমার ভলোলাগে

ক'রেখেলা_কাটেবেলা ১১ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০২:৪০:১০অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

ঘুটঘুটে অন্ধকারে মুক্ত বসনা হয়ে
যখন সে কাছে হেঁটে আসে,
ঘনঘন শ্বাস তার তোলে প্রাণে ঝঙ্কার
চোখ নাহি খুঁজে পায় তাকে
অমাবস্যা আমার ভলোলাগে |

দেখেছি অনেক তাকে
রোদে রাঙা দিনে প্রাতে,
বাঁধভাঙা আলো জ্যোৎস্নায় –
কিন্তু এমন করে হৃদয়ের রূপে তারে
আগে তো কখনও দেখি নাই |

প্রাণ খুঁজে পায় প্রাণ জোনাকির আলোতে
আঁধারে আধার ঢাকা থাকে
আকাশের শত তারা সাজিয়ে ফুলের ডালা
দেখা দেয় নিকষ কালো রাতে
অমাবস্যা আমার ভলোলাগে |

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ