একটি কবিতার জন্মের ইতিহাস

প্রিন্স মাহমুদ ২৪ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৯:২৭:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

তোমাকে দেখলাম আজ রিকশার খোপের ভেতর মায়াবী দু'চোখ নিয়ে তাকিয়ে আছো । এটাই কি প্রথম তাকানো তোমার ? পৃথিবীর কাছে কি তাহলে এই দিনের অনেক দাম এই কারনে ? জানিনা ।
ঝিরিঝিরি বৃষ্টির ভেতর দু'পা লুকিয়ে রাখার চেষ্টা তোমার ! আমার চোখ থেকে ফাকি পড়েনি কবিতার মতো দশটি পায়ের আঙ্গুল । একেকটি আঙুলে আমার একেকটি কবিতা লুকিয়ে আছে । যা লিখে আমি বন্দী হবো ইতিহাসের অমরত্তে । নাজিফাহ ! তুমি কি একটি স্বপ্ন ? যা ছোঁয়া যায়না ?

বাতাস তোমার অঙ্গ ছুঁয়ে
সুবাস নিয়ে আসে
বেঁচেই আছি গন্ধে তারই
নিঃশ্বাসে নিঃশ্বাসে
কাছে থেকেও তুমি আছো দূরে
কতো ব্যথা তাই অন্তরে

আকাশ ভেঙ্গে বৃষ্টি নামছে । তারা আমাকে স্পর্শ করেনা । নৈরাশ্যবাদীদের প্রফুল্লতা হয় সাজানো ।
তারা একটি সিগারেটের সাথে চা নিয়েই জীবন স্পর্শ করে । একেকটি দাসত্তের দিন যদি তোমার হাতে তুলে দিতে পারতাম । অথবা স্বপ্নময় মিথ্যেভরা ভোর !

বন্দিনী গো কাদছো তুমি
আমায় মনে করে
তাইতো তোমার অশ্রুগুলি
বৃষ্টি হয়ে ঝরে
শত বাঁধা আজ ভেঙ্গে চুড়ে
মন পেতে চাই তোমারে

 

ঃ-

নাজিফাহ , তুমি আপাতত কোন সে কলেজে ?
এই প্রশ্নের উত্তর থাকুক জেনারেল নলেজে । 🙂

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ