এক অভাগিনীর সাতকাহন

ক'রেখেলা_কাটেবেলা ৪ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০২:০৪:৪৮পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

কৈশোরকাল হতে তুমি আছো হৃদিপটে

বলি নাই কোনোকথা কোনোদিনও মুখ ফুটে

বিরহের সৈকতে হেঁটেছি গভীর রাতে

শোণিতে স্নাত মন বিরহের তটিনীতে |

 

শৈশবের কোনকালে বিধি কি লেখেন ভালে

বুঝিতে গো সেই লেখা বয়সটা গেছে চলে |

আজ কেন সব ছেড়ে এলে তুমি মোর দ্বারে,

বাসিফুলে দেব-পূজা করি বলো ছলে ?

 

ওগো, তুমি ফিরে যাও, ফিরে যাও ঘরে,

তাকে তুমি বেসোভালো "কথা" মনে করে

তুমি মোর প্রিয়সখা, তুমি মোর প্রাণ,

তোমারে যে দিতে নারি তোমা যোগ্যমান

দয়া করে ক্ষম তুমি এই অভাগিরে

কাটুক জীবন মোর কূলভাঙ্গা তীরে,

পরজন্ম বলে যদি কোথা কিছু হয়,

সেই জন্মে তোমা হবো জেনো তা নিশ্চয় |

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ