প্রতীক্ষা-(২)

বনলতা সেন ২৫ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১০:১৮:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

এই ই ঝর্না......
বয়ে চল ধেয়ে যাও , হেঁটে হেঁটে দৌড়ে
পাহাড় থেকে সমুদ্দুরে ; জনারণ্যের ঘনারণ্য ছুঁয়ে
মিলন-বিচ্ছেদের অমোঘ আনন্দ-যন্ত্রনায় ।
স্তব্ধতার উচ্ছলতায় বিক্ষত হৃদয়ে
সক্রিয় নিষ্ক্রিয়তায় রক্তনদীর অগ্নিনদী হয়ে ।

মুক্ত বুকে ঝিনুক সুন্দরী
ঝর্নার বুকে কান পাতি নিষ্প্রাণ বিবর্ণতায় ,
জ্বালা-যন্ত্রণার উজ্জ্বল-অন্ধকারের অন্তর্দাহে
ক্লান্ত হয়েও , প্রতীক্ষা করি প্রতিক্ষার ;
তোমার ই , দীর্ঘশ্বাসের
বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ