
তুমি তো আঁধার দেখো বেশ!
তোমার পা নেই তবু ছুটছো-
বহুদূর; সৃষ্টি দেখো তোমরা
নতুন কিছু আলোকিত কর
বিশ্বময়- এ ধরণি সাদা মেঘ
মুখ উজ্জ্বল কর; অসহায় নয়
দৃষ্টান্তর রেখে যাও- ইতিহাস
কিংবা এক বুক চির বিস্মরণ!
তোমরা স্রষ্টার অভিশাপ নয়
সর্বময় কল্যাণকর আশীর্বাদ।
২০ শ্রাবণ ১৪২৯, ০৩ আগস্ট ’২২
৮টি মন্তব্য
হালিমা আক্তার
আল্লাহর সৃষ্টি কোন কিছুই অভিশাপ নয়। শুভ কামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দর কমেন্ট করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মনির হোসেন মমি
হুম।সবার জন্য শুভ কামনা।ভাল লাগল।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা আপনার জন্য অনেক শুভ কামনা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক সহানুভূতি ঝরে পড়ুকর সবার তরে কবি দা!
শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর কমেন্ট করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
নিতাই বাবু
“দৃষ্টান্তর রেখে যাও- ইতিহাস”
নতুন প্রজন্মের জন্য তা-ই হোক, কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————