
দেহের ভীতর অন্তদণ্ড
ঝড় হাওয়া বইলে কি আর
প্রেমময় সুবাস থাকে? এক বার ভাবো
কি অনুরাগ? অদ্ভুত হাস্যকর, রূপালি কথাগুলো
শুনলে- জেনো ঝর্ণা ধারা ক্ষত বিক্ষত মিছিল-
নীরবে পদচিহ্ন লেগেই থাকে, রক্তাক্ত দাগ;
হতচ্ছাড়া তবুও মন থাকে, দেহের ভাজে- ভাজে
অন্তহারা, অথচ মনে হয় বিবেক বুদ্ধি শূন্য আকাশ-
বল কি ভাবে পাবে একখণ্ড মাটির সুগন্ধ বাতাস?
এভাবে চলার মাঝে কি লাভ পাবে- মন সিংহ ছাড়া!
অতঃপর মুছে ফেল দেহের রক্ত আগুনি অন্তদণ্ড।
১০ অগ্রহায়ণ ১৪২৮, ২৫নভেম্বর ২১
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
মাথার উপরে দিয়া যায়রে ভাই। খুব আধ্যাত্মিক লেখা ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মুজবর দা
সুন্দর মন্তব্য করেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমার শৃঙ্খল কবি দা।
বেশ হৃদয়ছোঁয়া নিবেদন। শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
মনির হোসেন মমি
কবিতা কৈ শেখা যায় কবি।।
মুগ্ধ।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি কবিতা শেখা যায় সংসার ধর্মে
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিম নজরুল
শুভকামনা