অন্তদণ্ড

আলমগীর সরকার লিটন ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১২:১২:৪৯অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

দেহের ভীতর অন্তদণ্ড

ঝড় হাওয়া বইলে কি আর

প্রেমময় সুবাস থাকে? এক বার ভাবো

কি অনুরাগ? অদ্ভুত হাস্যকর, রূপালি কথাগুলো

শুনলে- জেনো ঝর্ণা ধারা ক্ষত বিক্ষত মিছিল-

নীরবে পদচিহ্ন লেগেই থাকে, রক্তাক্ত দাগ;

হতচ্ছাড়া তবুও মন থাকে, দেহের ভাজে- ভাজে

অন্তহারা, অথচ মনে হয় বিবেক বুদ্ধি শূন্য আকাশ-

বল কি ভাবে পাবে একখণ্ড মাটির সুগন্ধ বাতাস?

এভাবে চলার মাঝে কি লাভ পাবে- মন সিংহ ছাড়া!

অতঃপর মুছে ফেল দেহের রক্ত আগুনি অন্তদণ্ড।

১০ অগ্রহায়ণ ১৪২৮, ২৫নভেম্বর ২১

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ