ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও!
আবুল হাসান।

 

শিশিরভেজা গোলাপি গোলাপ আলো ছড়ায় গন্ধ ঢেলে
স্বপ্নআকাশ চোখে গেঁথে রাত জাগে অন্ধকারের অপলকে।
তাকাও, দ্যাখো তো চিনতে পারো কিনা, নিষ্পলকে;
এক তুমুল দুপুরের রোদজ্যোৎস্নায় ভিজে ভিজে কাতর ভীষণ,
সম্মতির চক্ষু ঝঙ্কার তুলেছিল সূক্ষসুখের গহীন মোহনায়।
একাকীর দু'জন দু’জনের মুগ্ধতায়
কথা রহিতের নিবির নিষ্ঠতায় খুনসুটির মেলায়;

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ