অচেনা পথে প্রান্তরে খুঁজে ফিরি তারে চেনা কোনো সুরে দূর থেকে আরো দূরে মিলিয়ে যাওয়া কোনো তারে বাঁধন মুক্ত বাহুডোরে খুঁজে ফিরি তারে। যদি কখনো শুনতে পাই সেই মায়াবী কণ্ঠস্বর আচমকা ঝড়ের মতো ক্ষত-বিক্ষত হৃদয় যত। টুকরো করা বাঁশি এক চিলতে উঠনো পরে অচেনা কোনো প্রান্তরে দূর হতে আরো দূরে মিলায়ে যায়। পিছুপানে ফিরে [ বিস্তারিত ]