ভীষণ নকল মেঘ

ছাইরাছ হেলাল ১৩ জুন ২০২১, রবিবার, ০১:৫৫:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

রূপোলী বৃষ্টিময় রাতজাগা ভীষণ রাত্রি,
নির্ঘাত আমি ছাড়া কেউ-ই আর জেগে নেই;
মুহূর্তগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি,
ভাঁজ করা কোন বনভূমি পেলে একান্তে
বিছিয়ে দেব সময়ের দীর্ঘতা নিয়ে একটু একটু করে;

এমন করে করে একদিন হয়ত আলগোছে তাঁবু গুটিয়ে
নেবে সবুজ বনভূমি নিমজ্জিত দুধেল শ্রান্তির শান্তি এড়িয়ে
সাদা-কালোপনা মুহূর্তগুলো স্মৃতির জলে ভেসে ভেসে
ব্যস্ত সীমানা পেরবো
ভীষণ নকল মেঘেদের মসৃণ সকাল সন্ধ্যা বিচরণে;

বিষণ্ণ চোখ পান করে করে ক্ষয় হতে থাকা
সুদূর স্বপ্নের সলিল সমাধি সে-তো হবার নয়;
ঘুম পাড়ানি গান শিখে রেখে ছিলাম সেই-ই কবে।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ