এশিয়ার ১০০ জন শীর্ষ বিজ্ঞানীরা তালিকা প্রকাশ করেছে এশিয়ান সাইন্টিস্ট ম্যাগাজিন। এরমধ্যে বাংলাদেশী তিনজন এবং সবাই নারী।

অথচ আমাদের দেশের চুতিয়াদের চিন্তাভাবনা এমনঃ
১। মেয়েদের আবার পড়ার দরকার আছে নাকি?
২। তারা তো সংসার করবে!
৩। পরীক্ষায় তারা ভাল নাম্বার পায় চেহারা দেখিয়ে।
৪। চাকুরীতে  প্রমোশন পায় বসের সাথে পীরিতি করে।

অফিসে একটা ছেলের চেয়ে অনেক বেশি কাজ করলেও শুনতে হয় " আরে মেয়েরা আর কি কাজ করে!! "
অথচ একটা ছেলে আর একটা মেয়ের স্ট্রাগলের মধ্যে যে কতো আকাশ পাতাল পার্থক্য তা তাদের চোখে যায় না।

তিনজন নারী বিজ্ঞানীর কর্মক্ষেত্র এবং স্বীকৃত কাজঃ

সালমা সুলতানাঃ
Institutionঃ Model Livestock Advancement Foundation Countryঃ Bangladesh
Field Agriculture Sultana was awarded the 2020 Norman E. Borlaug Award for Field Research and Application by the World Food Prize Foundation for her work with small-scale farmers in Bangladesh, particularly her efforts involving veterinary outreach, treatment and education.

ফিরদৌসি কাদরীঃ

Institutionঃ International Centre for Diarrhoeal Disease and Research.
Country: Bangladesh Field Biomedical Sciences.
Qadri is a laureate of the 2020 L’Oréal-UNESCO For Women in Science Award for her work on understanding and preventing infectious diseases affecting children in developing countries as well as her advocacy of early diagnoses and global vaccination.
Institution: Bangladesh University of Engineering and Technology.
Country : Bangladesh
Field Engineering Subrina is a recipient of the 2020 OWSD-Elsevier Foundation Award for Early-Career Women Scientists in the Developing World for her research on the properties and uses of nanomaterials.

এই তিন নারীকে অভিনন্দন।

সুত্রঃ বিস্তারিত পড়তে Asian Scientist এর মূল লিংকে ক্লিক করুন।

==========
পুস্পিতা আনন্দিতা
নিউইয়র্ক।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ