তুমি ছিলে বলে মুজিব

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ মার্চ ২০২১, বুধবার, ০৪:৪৩:১৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

হে ক্ষণজন্মা সিংহ পুরুষ মুজিব

তুমি বাংলায় জন্মে ছিলে বলে

বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা,

পেয়েছে ফিরে সমগ্র অধিকার স্বাধীকার।

তুমি ছিলে বলে বাঙালি পৃথিবীর বুকে

পরিচয় দিতে পারছে স্বাধীন জাতি হিসেবে।

তুমি কভু আপস করো নি অন্যায় অবিচারের কাছে

মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেছ বাঙালির জন্য

পাকিস্তানীসেনাবাহিনীর বুলেটর কাছে,

তোমার অবদান কভু ভুলবার নয়,

তাই তো তোমারে মুজিব

বাঙালি জাতির পিতা কয়।

রচনাকালঃ

১৭/০৩/২০২১

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ