মুখচোর ছবি

আলমগীর সরকার লিটন ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ১২:২০:১৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আকাশ শূন্য- বাতাস ধন্য তারাগুলো
তারার কাছে ছুটে যেতে চায় মন পূর্ণ!
সীমারেখাহীন- ঠিকানাবিহীন নীল নীলিমায়ায়-
যে নীল একচোখে দেখে- অন্যচোখে নিভাই;

তবুও সোনালি কথার ভিরে, সমুদ্রের ঢেউ
তুলে মনের কিনারায়- এভাবেই অজানা
ব্যথাগুলো সবুজ ঘাসে হারায়- রঙবিরল

প্রজাপতি রঙে থাকুক ঘিরে- ধুলি বালি- মন
মেঠোপথ মাখানো এক ধূসর মুখচোর ছবি-
যে ছবি কথা কয় রোজ রোজ জল্পনায় কল্পনায়।

২৫ পৌষ ১৪২৬, ০৯ জানুয়ারি ২১
-------------------------------------

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ