মানবযন্ত্র

ফজলে রাব্বী সোয়েব ২ নভেম্বর ২০২০, সোমবার, ০৮:২৭:৪২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

ভাবছিলাম লিখা ছেড়ে দেব!

অনুভূতিহীন মানুষের লিখেই কী বা হবে!

যন্ত্রমানবের লিখার আছেই বা কী!

প্রকৃতির সবুজ মনকে এখন আর

আন্দোলন করে না একদমই।

ওই নীল আকাশে সাদা মেঘ ভেসে যাওয়া

দেখে আর রোমাঞ্চিত হই না।

বৃষ্টির রিমঝিম শব্দে আবেগ আর আগের

মত উথলে ওঠে না।

বয়ে যাওয়া নদীর খরস্রোত আমার ভাবাবেগ

নিয়ে খেলা করা থামিয়ে দিয়েছে সেই কবেই!

আগে ইচ্ছে হতো কোন একদিন পাহাড়ের

চূড়োয় উঠে নীচের জমিন দেখবো,

দেখবো মানুষগুলোকে কত ক্ষীণকায় লাগে!

 

সেই দেখা আর হয়ে উঠলো না!

বিশ্বযন্ত্র আমাকে এক যন্ত্রমানব ই বানিয়ে দিলো,

মানুষ বানাতে পারলো না!

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ