কয়েকটি শিশুতোষ কবিতা

ইসিয়াক ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০১:০১:৩৬অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

প্রশ্ন
====
রাত নিশিথে বনের মাথায়
জ্বলে জোনাকি।
গুনে গুনে খোকন সোনা
হয়রান একাকী ।

এমন সময় মা এলে
মায়েরে সে শুধায় ।
জোনাক পোকা কেমন করে
এতো আলো পায়?

বায়না
=====
মিটি মিটি তারা জ্বলে
দূর আকাশের দেশে।
কত তারা সেথায় থাকে ?
খোকা জানতে চায় হেসে ।

মা হেসে কয় ,দূর পাগল
তারা কি যায় গোনা?
ওতো শুধু চোখের দেখা
গুনতে তাদের মানা।

খোকা বলে মা তুমি
কেন এত যুক্তিহীন।
চাইলে আমি পারবো গুনতে
নয়কো অত কঠিন।

মা শুনে কয়,ওরে খোকা
ঠিক বলেছিস তুই।
মানুষের অসাধ্য বলে
কোন কিছু যে নাই ।

জলপরি
======
জলপরিটা দস্যি ভীষণ
চায়না জলে থাকতে।
চায় পেতে সে আকাশটাকে
সাতরং এ তে আঁকতে।

জলপরি ও জলপরি
করে না এমন বায়না ।
অলীক স্বপ্নে শুধু মনটা ভাঙে
সুখ তাতে পাওয়া যায়না ।

বুনোফুল

======

বনে বনে ফুটলো কুসুম
হরেকরকম নাম।
বুনো ফুল তাইতো তাঁহার
নেই তো কোন দাম।

দাম না দাও নাই বা চেনো
তাতে কি যায় আসে।
একাধিক নক্ষত্রের মাঝে
সূর্য ঠিকই হাসে।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ