তবুও ভালোবেসে যাবো

শিরিন হক ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ১২:৩৬:৩০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

প্রতি রাত দুঃখের সারথি হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে আমায়।
পূর্ণিমা রাত হয়ে যায় অমাবস্যা রাত।
আকাশের বুকে একবিন্দু আলো সেতো সুখের মত
ছুঁয়ে দেখা যায়না কভূ।
দূর থেকে দেখে দেখে হতাশার অতলে নিমজ্জিত হই বারবার ।
পথভোলা নাবিকের মতো অথৈ সমুদ্রে ভাসমান নাবিক আমি।
সুখের ঠিকানায় ভেসেযাই আজন্মকাল।
আমার কষ্টগুলো পরমাত্মার আত্মীয় হয়ে থাক চিরকাল।
অণু-পরমাণুর বিস্ফোরণে ইলেক্ট্রোনের খোঁজ নাই বা করি।
কোনো বিগ্রহ চাইনা ভালোবাসার আদালতে।
চাইনা কোনো মাংঙ্গলিক সময়ের অপেক্ষা। ভবিতব্যের কাছে হার মেনে
কষ্টের স্রোতে ভেসে যেতে চাই দুঃখের দরিয়া।
আমি জলে ভাসা নীলকমল হতে চাই।
তোমার অবহেলায় নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি।
নিঝুম রাতের তারা আজ আমার সাথী হয়ে গেছে।
কষ্টকে আলিঙ্গন করে তবুও ভালোবেসে যাবো
আজন্মকাল...
এখন আর কোনো কিছুতে বিচলিত নই আমি।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ