শীত এসে গেছে

সঞ্জয় মালাকার ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০১:০৮:৫৪পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

শীত এসে গেছে ,
শোনো হেমন্ত, তোমার দিন শেষ।

শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে,
মায়ের পায়ের আঙুল ধরে,
নতুন বৌয়ের স্নানঘাটের জলে
দিদির কলসি ধরে,
শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে।

নতুন বাউ বলছে হেঁসে তুমি আসছ কেনো
গ্রামের লোক দেখলে বলবেকী,
রোদের ঝিলিক দেখার জন্য ঘাটেই বসে থাকি,
তুমি আসছ ঘাটের জলে লজ্জাতে মুখ ঢাকি।

শীত বলছে শোনো,তোমার কাঁধের কলসি টা-কে জ্বরিয়ে তুমি ধরো,
তিনমাস পরে পেয়েছি তোমায় আঁচল কেনো টানো,
হেমন্তের আনন্দে সাঁঝ ধরেছ যত।

শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে-
মায়ের পায়ের আঙুল ধরে,
ছুঁয়েছে ভোরের প্রথম শিশির সবুজ মাঠে ঘাসে
দেখছ মা কাঁপছে কেমন, তোমার শীতল তাপে।

শীত এসে গেছে,গরীব দুঃখীর ঘরে
মায়ের পায়ের আঙুল ধরে!

সঞ্জয় মালাকার //

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ