জীবনের নতুন অধ্যায় শুরু

সঞ্জয় মালাকার ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৩:৫৩:২২অপরাহ্ন এদেশ ১৪ মন্তব্য

বাবু সুনা, তোমার হাসিতে মৃত শরীরে প্রাণ ফিরে পায়।

জীবনে নতুন অধ্যায় শুরু ,

শূন্য পকেট, ক্ষুধার্ত শরীর
কাজ খোঁজে ঘুরাফেরা নিত্য রুটিন
মায়া উপলব্ধি বেকারত্ব ঘোচাতে
প্রতি পাড়া চিহ্ন দেখায় নিয়তি।

আমি পৃথিবী অমাবস্যা অজাতি
আঁধার আলোয় পরিচিত মাটি আর গন্ধ,
গত দুদিন গেলো অনেক খাটাখাটুনি
শূন্য শরীরে সঞ্চারিত পতের ধূলো।

সমাজ শিক্ষা অজ্ঞাত পরিচয়
জীবনের নতুন অধ্যায় হিসাবে অবক্ষয়,
মানব মনুষ্যত্ব দেবত্বেরই রূপান্তর
আমার পদচারনা ধূলো আর দূর্গন্ধ।

এদিক ওদিক, এপথ সেপথ, অলিগলি
আজ কোন পথ নেই অজানা,
ধাপে ধাপে কাঁদে বিবেক পৃথিবী আমার অজানা !

শিক্ষা বিকাশে তথ্যপ্রযুক্তি, প্রতিমন্ত্রী
আমাদের বিকাশে প্রকৃতি,
বস্তির এমুড়া ওমুড়া পঁচা গন্ধ আর-
জীবনের নতুন অধ্যায় দেখি সমাজের চোখ অন্ধ।

যার জীবনে এতো সঙ্কট
সেও পারে সাজাতে অন্যের জীবন!
তবে কেই দেয়নি নেতৃত্ব
সে নিজেই খোঁজে নিয়েছে নিজের আনন্দ?

সঞ্জয় মালাকার //

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ