1. তোমার ঐ বিষণ্ণ বদন খানি,
    চৈত্রের খরতাপে ফেটে চৌচির ভূমির মতো_
    ভেঙ্গে দেয় আমার হৃদয় ভূমি।
    তোমার ঐ অশ্রু সিক্ত আঁখি,
    জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়ে-
    সজোরে আঘাত করে আমার বুকের পাঁজরে।
    তোমার ঐ এক একটি দীর্ঘ শ্বাস
    ভয়ঙ্কর প্রলয় হয়ে তাণ্ডব শুরু করে-
    ধ্বংস করে দেয় আমার গোছানো সুখের পৃথিবী।
    তোমার ঐ মন খারাপের ক্ষণ,
    নিকষ কালো মেঘ হয়ে ক্রমশ-
    ঢেকে দেয় আমার শুভ্র নীল আকাশ।
    আজন্ম সুখ প্রত্যাশী তোমায় ওমন কষ্ট পেতে দেখে,
    আমার লুকিয়ে থাকা সুপ্ত ব্যথারা মাথাচাড়া দিয়ে ওঠে-
    তোলপাড় শুরু করে আমার বুকের বাম অলিন্দে।
    বিষণ্ণতা দাও বিসর্জন ভুলে যাও মন খারাপের ক্ষণ,
    কখনো কেঁদো না তুমি ফেলো না দীর্ঘ শ্বাস,
    তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস।
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ