যে গান শুনেনি কেউ

দালান জাহান ১৮ আগস্ট ২০১৯, রবিবার, ০৮:৫২:২৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

হে ক্লান্ত পাখি
একটি গান শুনিয়ে যাও
ফিলিস্তিনের রক্তাক্ত প্রান্তরে
যে রমণী কেঁদে ছিলো আকাশ ছুঁয়ে
যার আঁচল থেকে জন্মেছিল
জ্বলন্ত বারুদের রক্ত গোলাপ
ঢেউয়ে ঢেউয়ে উঠে ছিল বেদনার সুর
সেই বিষণ্ণ সুরে আমারে কাঁদাও।

হে ক্লান্ত পাখি
একটি গান শুনিয়ে যাও
যে গানের তরঙ্গে কেঁপে
পাহাড়ে পাহাড়ে ক্ষুধিত হয়েছিলো
পৃথিবীর প্রথম শিলালিপি
পর্বত প্রকোষ্ঠ ভেঙে
গলে গলে পড়ছিল রক্ষীতা নদী
সে নদীর মহামায়ায় আমারে ভাসাও।

হে ক্লান্ত পাখি
সুরের সন্ধ্যা হয়ে আমারে ভাসাও
যে গান শুনেনি কেউ কোনওদিন
সেই গান আমারে শোনাও ।

দালান জাহান
সখিপুর

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ