প্রকৃতি সুন্দর পরিবেশ।

সঞ্জয় মালাকার ২৮ জুন ২০১৯, শুক্রবার, ১২:০৫:৪৫অপরাহ্ন এদেশ ১৯ মন্তব্য

গাছ লাগান পরিবেশ বাঁচান সমাজ টাকে সুন্দর করে গড়ে তুলুন !

পরিবেশ,

কাটিলে কতই লতাপাতা
শূন্য হলো বন
তার সাথে ঝরে গেলো
হাজার জীবন!
নিজ স্বার্থে উজার করে
ওদের বাসা ভেঙে দিলে
আশ্রয় হীন হয়ে ওরা
লোট পোট খেয়ে পরে মরে!

বনের ছাঁয়া মুখের হাসি
পরিবেশে আমরা বাঁচি
সেই পরিবেশ নষ্ট করে
কেড়ে নীলে বনের খুশী!
গাছের ছাঁয়ায় বিশ্রাম নেই
হাওয়া পেলেই আমরা বাঁচি

হারিয়ে যাচ্ছে প্রকৃতির সুন্দর

পশু পাখির মেলা।

তবুও তোরা একে  একে
করিলে সবি ফাঁকা
তোমার আমার মতো জীবন
চলার পথে বাঁধা!
পরিবেশে জীবন বাঁচে
গাছ লাগালে পৃথিবী হাসে
ফুল ফল অনেক মিলে
অনেক জীবন বেঁচে থাকে।

সঞ্জয় মালাকার//

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ