তুমি আসছ কখন?

অরণ্য ২৭ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৩৬:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৭ মন্তব্য
কি অদ্ভুত ব্যাপার বল তো!
বসে আছি ল্যাপটপে
অথচ আমি যেন তোমার প্রতীক্ষায়
রয়েছি বসে কোন এক পার্কের বেঞ্চে।
জায়গাটা আমি চিনিনা একদমই
অথচ দেখতে পাচ্ছি
সেই আমি যেন বসে।
পরে আছি একটা পোলো শার্ট
কাল প্যান্ট, জুতা ছাড়া।
অথচ উনি বসে আছেন
কি সুন্দর! বাবু হয়ে!
কি অদ্ভুত! উনি স্যুট পরে বসে আছেন
কাল স্যুট, সাদা শার্ট, টাইও পরেছেন দেখছি!
বাহ্‌! বেশ উনি বসে আছেন
হাতে আবার এক তোড়া ফুল
রজনীগন্ধা, গোলাপ, মাঝে মাঝে সাজানো কাঠমল্লিকা
ডিজাইন করা স্বচ্ছ প্লাস্টিকে মোড়ানো।
ঠিক প্রথম বসেছে যেন - এভাবে।
আশে পাশে দেখছি না কাউকেই
উনি একা বসে মোজাইক করা বেঞ্চটির ডান পাশ ঘেঁসে
হাতলটিতে ঠেস নেই।
বেঞ্চের একটু পিছনে বড় গাছের কাণ্ড চোখে পড়ে
উপরে তাকাতে পারছিনে
নীচে পরিপাটি সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে
বেশ কিছু পাতা বাহার আর জংলী ফুল
সাদা আর বেগুনী এত বেশি কেন!
আচ্ছা, আমি কোন পাখির শব্দ শুনছি না কেন?
এত সকালেও গাছের পাতা, ঐ ফুল গুলো নড়ছে না কেন?
তুমি আসবে লাল ইটে মোড়ানো পায়ে হাঁটা পথে
ঘাড়টা একটু ডানে ঘুরালাম
সে কি! এত রাধাচুড়া এখানে!

তুমি আসছ কখন?

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ