অরিত্র ,
এইসব হেমন্তের রোদেলা ভীষণ
একাকী দুপুর গুলোতে আমার খুব
ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে।

শহরের এই ভিড় এড়িয়ে কোন
প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে
বসে , ইচ্ছে করে খামচে দিতে
ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে ।

রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায়
আরও নরম হয়ে উঠবে তখন
দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব ,
হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেব চলন্ত ট্রেনের নীচে
এমন ইচ্ছে করে ।

যদি খুব চায়ের তেষ্টা পেয়ে যায়
তো বসে পড়ব গ্রামের কোন টং এর চা স্টলে
চুপিসারে তোমার চা’য়ে বিষ ঢেলে দেব ।

তোমাকে চিনে ফেলেছি একটু দেরি করে হলেও
তুমি আর নেই - আমার তুমি
তুমি এখন অন্য কারও, আমার নও মোটেই ।

দু-নৌকায় নয় , অনেক নৌকায় রাখছ পা
এ নয় অজানা এখন আমার ,
যতই ভাব নেও শৌখিন স্বস্তির –
অবস্থা সঙিন সে আমি ঢের আগেই জানি ।

মাঝেমাঝেই ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে কোন
পাহাড়ে চলে যাই, এক ধাক্কায় ফেলে দেই গভীর কোন গিরি গহ্বব্রে-
তলিয়ে যাও তুমি অতল যন্ত্রনায় ।

একদিন ঘুষি মেরে ঠিকই নাক ভেঙে
নিরুদ্দেশ আমি হবই ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ