ঝরাপাতা – ১

সোনেলা রোদ্দুর ২২ অক্টোবর ২০১২, সোমবার, ১২:৩১:৫১অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

আমি এখানে এসেই ভাবি কিছু একটা লিখব। কিন্তু ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায়। লেখারা আসেনা। আমিও আর কষ্ট করে খুঁজতে যাইনা। আজকেও ভাবছি কিছু লিখব কিন্তু পারছিনা। এই যে লিখতে পারছিনা আমি আজকে আমি সেটাই লিখে রাখব।
এই পর্যন্ত লিখে আমি জানালা দিয়ে বাহিরে তাকালাম। আজ অষ্টমি। দূর থেকে ঢাকের অস্পস্ট শব্দ ভেসে আসছে, বাতাসে পুঁজোর গন্ধ। ছোটবেলায় আমার প্রিয় গানের তালিকায় অন্তরা চৌধুরীর কিছু গান ছিল। তারমধ্যে একটা গান ছিল পুঁজো নিয়ে, "ও ও ও আয়রে ছুটে আয়, পুঁজোর গন্ধ এসেছে, ঢেম-কুরা-কুর, ঢেম-কুরা-কুর বাদ্য বেজেছে! তাতে শিউলি ফুটেছে, কালো ভোমড়া জুটেছে!" এই গানটা অনেক ছোটবেলায় শোনা। কত আর বয়স তখন এই ছয় বছর হবে খুব বেশী হলে। অথচ আমার স্পষ্ট মনে আছে সেই দিন গুলো।
নাহ এখন আর লিখতে ইচ্ছে করছেনা। তারচেয়ে বরং রোদের খেলা দেখি। সবুজ পাতায় সোনালি রোদের লুকোচুরি খেলাটা বেশ জমেছে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ