হিংসা অহংকার

আলমগীর সরকার লিটন ২৩ নভেম্বর ২০২০, সোমবার, ১১:২১:০১পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

হিংসা অহংকার যেনো অমূল্য সম্পদ
ঐ যে পরে থাকা ইটের উপর কি না
প্রয়োগ করলো- ফুল ফুটার আগে
হিংসার অনলে পুড়ে অঙ্গার করলো প্রণয় বাগান!

আর এখন অহংকারে আকাশের তারা
খসে ফেলছে প্রতিদিন- এতটুকু হুস হয় না-
এ অমূল্য সম্পদ চিরস্থাীয় নয় শুধু একখন্ড মাটির ধুলি মাত্র-

তারপরও বিঘা কে বিঘা চাষ করেই যাচ্ছে হিংসা অহংকার
অথচ পাপ বুঝার পরোও নতুনত্ব হিংসা অহংকার ভূত বানাচ্ছো!
অতঃপর এভাবেই চরিত্রের রীতিনীতিতে পুণ্যের সান নেই-
চৌদপুরুষের অমূল্য সম্পদ যেনো হিংসা অহংকার।

০৮ অগ্রহায়ণ ১৪২৬, ২৩ নভেম্বর ২০
-----------------------------------------

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ