হাসি হাসি হাসিকান্না

ছাইরাছ হেলাল ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার, ০৯:২৫:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

পুতুলকান্না দেখি
দেখিও না,
পুতুলের জন্য কান্না
দেখি,
পুতুলের জন্য হাসি
হাসি হাসি মুখ করেই দেখি,

খুব প্রিয় ছিল হাসিটি,
অঙ্গে- প্রত্যঙ্গে
মেঘের যেমন বৃষ্টি থাকে
সংগোপনে- সঙ্গে
ঝরে পড়ে শঙ্খনীল হাসি;
মধ্যাহ্নের দুপুরবিকেলে রাশি রাশি।
নিয়তির জোয়ারে ফাঁড়া কাটিয়ে ছিল ভেসে
উল্টে-পাল্টে সব, একটি অকৃত্রিম হাসি;

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ