হারানো সুর

স্বপ্ন নীলা ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১২:২৬:৪৪অপরাহ্ন বিবিধ ৩১ মন্তব্য

হঠাৎ কেন হারিয়ে গেলি
ঝড়ো হাওয়া বাড়িয়ে বুকে
মনে বাজে বিষণ্ণ সুর
ভর দুপুরে, উদাস আমি !

দুঃখগুলো বাজে মনে
রাত-দুপুরে হুতোম ডাকায়
ডুকরে উঠে বুকের ভেতর
ক্লান্ত ভোর, চোখ গড়িয়ে
কষ্ট নামে, হৃদয় মাঝে !

স্মৃতিগুলো হাতড়ে বেড়াই
কবে কোথায়, পলাশ বনে
পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়
সাঁঝের তারায়, গল্প গাথায়
ভালবাসায়, মনের কোনে !

শেষ বিকেলে কাশের ফুলে
আলতা পায়ে, নদীর জলে
কাঁপন জাগে বুকের ভেতর
ঢেউয়ের তালে,হাতের ছোঁয়ায়
বৃষ্টি দিলি, চোখের পাতায় !!

কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !

রাতের তারায় কষ্ট বাড়ে
বিষাদ জমে চোখের মাঝে
কবে কোথায় হারিয়ে গেলি
ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !!

 

৮ সেপ্টেম্বর,২০১৪

 

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ