শিকার —— পর্ব— — দুই

উর্বশী ৫ আগস্ট ২০২০, বুধবার, ০৩:৩৭:১৬পূর্বাহ্ন গল্প ১৭ মন্তব্য

আদেশ পালন করলো ওয়েটার। কাগজখানা হাতে  নিয়ে কি জানি ভাবলো।  তারপর লিখতে শুরু করলো তাতে। কাগজটা  নিজের পার্সে  ঢুকিয়ে বিল  মিটিয়ে দিল। কিছুক্ষন   পর সামনের টেবিলের লোকটাও বিল মিটিয়ে  দিল।খাওয়া দাওয়া শেষ  হয়েছে তার। চেয়ার ছেড়ে ডাইনিং রুম  ছাড়ার  পাঁয়তারা এখন।তরুণীর সামনে দিয়ে যেতেই, মুখ ঘুরিয়ে ফেললো তরুনী।পাশের আয়নায়  লোকটার চেহারা  স্পষ্ট দেখতে পেয়েছে। আর তারপরে আগের মত করে লম্বুকে ফলো  করতে করতে ডাইনিং রুম ছেড়ে যেতে লাগলো।

সিঁড়ির ধাপে লম্বু কিছুক্ষণের জন্য থামল। রেষ্টুরেন্টের দারোয়ান ওদিকে  এক পুলিশের সাথে আলাপে ব্যস্ত।দারোয়ান লক্ষ্য করছিল তাকে। ক্যাব লাগবে কিনা সেটা জিজ্ঞেস করলো।

"হ্যা  লাগবে " জবাব দিল লম্বু। পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে পেয়েছে। খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ভাল মত দেখতে গিয়ে  পিছে পিছে এগোলো।  মেয়েটির হাত  লম্বুর পকেটে প্রবেশ করেছে। হায়, হায়, ঈশ্বর, মেয়েটি চুরি করছে।

হায়, হায়, দীর্ঘদেহী লোকটা ঘুরে  দাঁড়াল । এদিক--- ওদিক কি যেন খুঁজছেন।

কিছু হারিয়েছেন নাকি স্যার ?  দারোয়ান সেয়ানা  পাবলিক।

হ্যা,আমার সিগারেটের কেস  জবাব দিল লম্বু।  মনে হয় ওটা  হারিয়ে গেছে। পাশে গোলমাল শুনে পুলিশের একটু নাক গলাতে সময় লাগলো  না। " এই কি  হচ্ছে কি এখানে??  কোন সাহায্য করতে পারি৷??

কে চোর,  জানি আমি, দারোয়ান সরাসরি  আঙুল তুললো  মেয়েটির দিকে।

চলবে ঃ----

 

 

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ