শিউলি ও সোনেলা

মেহেরী তাজ ২২ অক্টোবর ২০১৪, বুধবার, ১২:১৬:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য


উত্তর বাংলার একটা মজার ব্যপার হলো কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শীত পরে যায়। যদিও এই শীত পৌষ মাঘ মাসে গিয়ে খুব পিড়া দেয়,তবুও কেন যেন শীত কালটা আমাদের একান্তই আপন।

এই সময় এত প্রকার ফুল ফোটে যে দেখতে খুব ভালো লাগে। তার মাঝে একটা উল্যেখ যোগ্য ফুলের নাম হলো *শিউলি *।

অসাধারণ গন্ধের লাল সাদা ফুলটা দেখতেও অসাধারণ। আর এই ফুল টা কুড়িয়ে মালা গাথা বা প্রিয় কারর নাম লেখা টাও কম মজার নয়।

সাত সকালে উঠে প্রাইভেটে যাওয়া টা আমার মোটেই ভালো লাগে না। তবে পড়তে যাওয়ার আগে রাস্তায় পরে থাকা শিউলি ফুলের উপর দিয়ে হেটে যেতে খুব ভালো লাগে। প্রায় প্রতিদিনই পড়তে যাওয়ার আগে আমি কিছু ফুল কুড়িয়ে নেই। একদম আমাদের গেটের সাথে লাগোয়া একটা বড়সড় শিউলি ফুলের গাছ আছে।

প্রতিদিনের মত আজও গেলাম আমি আর আমার এক ফ্রেন্ড মিলে প্রায় সব তাজা ফুল গুলো কুড়িয়ে ফেললাম। রুমে এসে বেশ কিছু ছবি ও তুলে ফেললাম। এর তার নাম লেখার পর হঠাত আমার প্রিয় একটা নাম মনে পরে গেলো। প্রায় আড়াই মাস ধরে আমি এই নামটার সাথে জরিত। আর অনেক ভেবে ভেবে শেষে লেখেই ফেললেম আমার সেই প্রিয় নাম *সোনেলা*

সোনেলার সবাইকে আমার হাতে কুড়ানো  শীতের ভোরের  শিউলি জড়ানো শুভেচ্ছা ।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ