আজ তবে হোক শরীর বন্দনা,
পোশাকের বাহুল্য ফেলে সামনে দাড়াও
জলে আর গন্ধপুষ্পে হোক আদিম পুরুষের, নারীর ভজন।

রূপ দেখাও মোহান্ধ শিকারীরে,
নিটোল স্তনের ভাঁজে জমা লেবুফুলের সুবাস ছোঁয়াও
গহীন নাভিকুন্ডলে জমে থাকা চন্দ্রজ্যোতি সুষমা দেখাও,
শিরশিরে অনুভুতির সাপ বেয়ে উঠুক শিরদাঁড়ায়,
উরুসন্ধির থমকানো ঝড়ের ডাক পাঠাও বালুচরি নকশার শরীরে।

পুরুষের ভালোবাসা এমনি নারী,
শুধু হৃদয়ে তৃপ্ত নয় সে,
স্নেহ যে পায়, সে শরীর ও চায়।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ