মীরার জন্য, জাতিস্মর

আগুন রঙের শিমুল ৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ০৫:৪৬:২৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

আদিগন্ত উল্লাস মনে আছে -
মনে আছে আলো,
মনে আছে ভালোবাসা,
মনে আছে জল।

উৎসব মনে আছে, শরীরের ঘ্রাণ -
মনে আছে রিরংসাকাতর রাত্তির ।
আমার শরীরে আসে জোয়ার ,
নীল বিষে মৃত্যুর অধিক কাতর।

মনে আছে ভরসার হাত -
সুঘ্রাণ শ্বাসের তুমুল তুফান,
মনে আছে সমুদ্র, মিঠে চুম্বন -
মনে আছে রাত্তিরের গান।

মনে আছে আলো,
মনে আছে ভালোবাসা,
মনে আছে জল -
আমিই জাতিস্মর ; বিস্মৃত অমল।
চারুলতা আজ, যেকোনো মানবী
স্বেছায় ভুলেছে সকল।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ