রুমমেট বিড়ম্বনা

মেহেরী তাজ ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১০:৪৯:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

ঘুমের মধ্যে রক্ত হিম করা চিৎকার শুনে চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকালাম,পুরাই অন্ধকার। একটু ধাতস্থ হতে বুঝলাম এটা বাইরে থেকে না রুমের ভিতরে থেকে আসছে। আস্তে করে বেড থেকে নেমে গিয়ে রুমমেট কে জিগাইলাম কি হইছে ....?
রুমমেট : চোখ মুখ কালো করে বলে বাজে স্বপ্ন দেখছি।
আমি: "অ "বলে আবার নিজের বেডে আসলাম, ঘুমাবো।
রুমমেট :তুমি জানো আমি কি দেখছি...?
আমি:না আমি তো দেখি নাই,আপনি  দেখছেন। (আমি যদিও জানি এমন কিছু, যা শুনলে মিজাজ খারাপ হবে,কারন উনি পরীক্ষা বিষয়ক স্বপ্ন বেশি দেখেন )
রুমমেট : আমি দেখি পরীক্ষা হচ্ছে সবাই দেখে লিখছে। আর আমি বসে আছি।
আমি: কেন আপনি নকল পান নাই....?
রুমমেট :না তা নয়। আমার সব কমন পরছে কিন্তু আমি লিখতে পারছিনা........
আমি: তার পর সময় শেষ, আপনি খাতা জমা দিয়া আমার ঘুম হারাম করা চিৎকার দিলেন।
রুমমেট :আমি এখন সবাই কে ফোন দিয়ে শুনব কে কতগুলা পড়লো।
আমি: হ্যা গুড আইডিয়া, আশা করি রাত তিনটা দশ অব্দি সবাই জেগেই থাকবে।

বি:দ্র:১: প্রত্যেকটা বই / সাজেশন উনার ভাজা ভাজা অবস্থা।
বি: দ্র:২:উনি এবার গ্রাজুয়েশন শেষ করছেন।
বি:দ্র: ৩:এতো কম আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসী মানুষ নিয়া দ্যাশ কেমনে স্যা স্যা করে আগাইয়া যাই তা ঠিক বুঝতে পারছি না।
আপডেটঃ সে আজ ভালো এক্সম দিছে। শুধু চার নাম্বার এর আন্সার করতে পারে নাই বলে এমন ভাবে মন খারাপ করে আছে যে দেখলে মনে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ