রাস্তা

শুন্য শুন্যালয় ১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ০২:৫৪:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

বুকের ভেতর একটা রাস্তা, এলিভেটর এর মতো চলে বেড়াচ্ছে, কিংবা আমি চলছি, কে জানে! জংগল, বালি, পাথড়ের মতো বুকের উচ্ছিষ্ট জায়গাগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে একদিন এই রাস্তাটা তৈরি হয়ে গেলো। রাস্তার পাশের মানুশগুলোকে আমি চিনতে পারছিনা, তবে তাদের প্রত্যেকের একটা করে নিজস্ব শব্দ আছে। আমি চোখ বন্ধ করে মটকা মেরে রাস্তার উপর পড়ে আছি, রোদ পোহাচ্ছি। অচেনা মানুষগুলোর শব্দ শুনছি। বোকা বোকা ভায়োলিনের শব্দ, সাথে রোদের ঘ্রাণ, রোদের নিজস্ব ঝিমঝিম শব্দ। ভাবছিনা, কিছুই ভাবছিনা।

উহু ভাবছি, ভাবছি রাস্তাটা বাঁধাবো। একদিন হাইওয়ে বানিয়ে ফেলবো। তখন হয়তো এভাবে শুয়ে থাকা কিংবা হাঁটা যাবেনা, তবুও বানাবো। রাস্তাগুলো ক্রমশঃ উন্নত হলে বোধহয় বেশি নিঃসঙ্গ হয়ে যায়। সবাই চলে যায় খুব দ্রুত গতিতে।

ফাস্ট ব্যাকওয়ার্ডের মতো, হাইওয়ে>বাঁধানো রাস্তা>রাস্তা বাঁধানোর ভাবনা থেকে রাস্তার উপর শুয়ে থাকা আমি, আর আমার ভেতর আরো বেশি একা তুই।

অথচ বুকের রাস্তার ভেতর ভাঙাচোরা আরও এক রাস্তা ডাকে, অশরীরীর মতো, নিঃশব্দে,



 

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ