রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা ??

সুপায়ন বড়ুয়া ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:১৮:১৭পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

রাজাকারের তালিকায়
শহীদ গাজীর নাম।
এই লজ্জা রাখি কোথায়
ধুলায় মিশে মান।

মনে বড় আশা ছিল
বুকে ছিল সাহস।
রাজাকারের খুলবো মুখোশ
করি হাস ফাঁস।

শ্বেত শুভ্র পোশাক পড়ে
ঐ রাজাকার ঘুড়ে।
শীতল রক্তে হিম ধরে যায়
রক্ত মাথায় চড়ে।

সেই পোশাকে আড়াল করে
খুনের যত দায়।
বুক ফুলিয়ে চলেন তিনি
জাতি লজ্জা পায়।

আর পারিনা সইতে আজ
ইতিহাসের দায়।
রক্তে আমায় আগুন জ্বলে
লজ্জা আর ঘৃনায়।

বিজয়ের মাসে উন্মাদনায়
বাজে করুন সুর।
বীর বাঙালী গর্জে উঠো
মুক্তি বহুদুর।

ঐ শকুনে কালি মাখে
জাতীয় বীরের মুখে।
রাজাকার ডুগডুগি বাজায়
লজ্জায় মুখ ঢাকে।

মহৎ কাজে কালি মাখে
ভাগ্যের পরিহাসে।
রাজাকার আজ ভেংচি কাটে
দাত খেলিয়ে হাসে।

মুক্তিযোদ্ধার সনদ বেঁচে
মুড়ি মুরকীর দামে।
ঐ হারামী প্রাসাদ বানায়
খোদা স্রষ্টার নামে।

ইতিহাসে আঁচর কাটে
আমার রক্ত ঘামে।
ঐ হারামীর কবর দে
পাঠাও জাহান্নামে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ