রাখছি কি মান!

বোরহানুল ইসলাম লিটন ৭ আগস্ট ২০২১, শনিবার, ০৭:১৪:০১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

বট গাছের সব কায়া,
পল্লবে রোজ খোশেই গড়ে
পরের তরে ছায়া।
পায় তবু কি মায়া!
ডাল ভাঙে কেই অকারণে
সদ্য খোয়ে হায়া!

ভাবছি বসে গাছের তলে
বাপ থেকে মোর পাশে,
ঠিক এমনই আদর দিতো
নিংড়ানো বিশ্বাসে!
আর আমার উচ্ছ্বাসে?
গর্ব যে তার ঝর্ণা হতো
চৈতি প্রখর নাশে!

আজ আছে সে অনেক দূরে
ফিরবে না আর জানি,
ঝরলে চোখের পানি!
একটা কথা-ই আরবারে দেয়
অস্থিরে মন ভানি,
’রাখছি কি তার মর্যাদা মান
ভেবে বটের ছানি!’

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ