রস চোর

শুভ্র রফিক ২৪ জানুয়ারি ২০১৬, রবিবার, ১১:০৭:৩৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

12439089_1523314224664845_2067104648685557823_n
তাইতো ভাবি আমার গাছের
রস চুরি কে করে,
যদি একবার সময় পাই
ধরব গিয়ে তারে।

কোন পাঁজিটা কষ্টের রস
চুরি করে খায়,
পাইলে তারে হাতের মুঠোয়,
দড়ি দেব পায়।

থানায় দেব পুলিশেতে
ভাবছে আমি বোকা,
কিংবা আমি ফিডার খাই
ছোট্ট কচি খোকা?

মোটেই আমি কচি নইকো
নইকো আমি বোকা,
এই কথাটা মনে গেঁথে,
মাথার মধ্যে ঢোকা।

রসের ভান্ডে সন্ধ্যা বেলা
দিয়েছি ফরমালিন।
কি রে খুকি এই শুনে তোর
মুখটা কেন মলিন?
তুই কি আমার রস খেয়েছিস?
গাছে উঠে একা?
তাহলে আর চিন্তা কিসের
রসের সাথে খা না খানিক ছ্যাঁকা।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ