হাসি

শুভ্র রফিক ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৮:২৪:০১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

নানা রকম হাসি বেচি

পাইকারি ও খুচরা

ইচ্ছে হলে কিনতে পার

একক কিংবা দোসরা।

খোকা খুকির হাসিতে রয়

পবিত্র সেই সুখ,

তাদের হাসি দেখলে সবার

জুড়িয়ে যায় বুক।

বক্র হাসি হাসেন যারা

যায় না বোঝা মানে

কোন হাসির কি অর্থ

কেউ কি তাহা জানে?

কেহ হাসে মুচকি হাসি

শব্দ হয়না মোটে,

অট্টহাসি শুনলে ভাবে

বোমা বুঝি ফোটে।

প্রেমিক জুটি দারুন হাসে

গালে পড়ে টোল,

হাসিমাখা মুখে ঢুলি

বাজিয়ে যায় ঢোল।

কেহ হাসে খলখলিয়ে

ঝরণা ধারার মত,

কত রকম হাসি আছে

বলব আমি কত?

বুড়াবুড়ি হাসে দেখ

দাঁত পড়া মুখে

এত হাসি দেখেও কেহ

হাসে অতি দুখে।

সুখের হাসি দুখের হাসি

যে রকমই হয়,

হাসিতে ভরিয়া উঠুক

হাসি ভুবন ময়।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ