যা পাওয়া হবে না

নীলাঞ্জনা নীলা ৩১ মার্চ ২০১৯, রবিবার, ০৯:৫০:৪০অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

★দিল্লী মানেই দিল্লী কা লাড্ডু।
এখন এই দিল্লীতেই বসে আছি। অপেক্ষায়!★############################

অপেক্ষা করি।
যেনো এখুনি এসে বলবে, কি খোঁজো!
আমার উত্তর, তোমায়!
আসলে আমি কি আদৌ তোমাকে খুঁজছি, নাকি আমায়!!
ফেলে আসা দোলনার একটা দিক একেবারেই অচলের খাতায় জায়গা করে নিয়েছে।
তবুও, অপেক্ষায় থাকি বাইসাইকেল-শৈশবের------
পুড়ে যাওয়া কবিতার খাতায় কিশোরী-অভিমান খুঁজি,
মধ্যবয়সী মনের গভীরে জমে থাকা হাহাকার, কিছু ব্যর্থতা এবং বিষাদের শোক সব মিলিয়ে অপেক্ষা করি,
যদি আরেকবার, শুধু একটিবার যদি সেই শৈশব পেতাম,
আর কোনো ভুল হতোনা সময়ের হিসেবে।
আমি দিব্যি ভুলে যেতাম তোমায় আর তোমার নিঃশব্দ পদচারণ আমার এই মনের ঘরের উঠোনে।
স্নেহের সেই স্পর্শ খুঁজছি যা পাওয়া হবেনা কখনোই,
কবিতার খাতার মতোই পুড়িয়ে এসেছি এই নিজেরই হাতে।
তবুও অপেক্ষায় থাকি, অপেক্ষা করি।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
২৭ মার্চ, ২০১৯ ইং।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ