যাযাবরের ডায়রী

হৃদয়ের স্পন্দন ১৮ অক্টোবর ২০১৪, শনিবার, ১০:২৬:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৫ মন্তব্য

দিন কাটছিলো অন্ধকার ঘরে, রাত জেগে থাকা আর বই পড়া, পকেটে টাকার পরিমান শূন্যে নেমে এসেছিলো, বাবার কাছে টাকা চাওয়া হয়না আর, রাত তিন টায় ঘুমায়, উঠি সন্ধ্যায়,গোল্ড লিফ সিগেরেট থেকে নেভি অতঃপর সানমুন আর এখন আকিজ বিড়ি খাচ্ছি,  মা বেচে থাকলে হয়তো টাকা নিতে পারতাম, সেদিন সন্ধ্যায় যদিও বাবা বাসায় ফিরেছেন, কিন্তু আমি ঘুমাচ্ছি ভেবে আর ডাকেন নি, আসলে আমি ঘুমাইনি, বাবার পায়ের শব্দ শুনেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে ছিলাম, আমি চাইনা বাবা আমার লাল চোখ দেখুক, হ্যা প্রতিদিন গাজা খাই আমি, আর গাজা খেতেই বিকালে ছাদে উঠা, আমাদের ছাদ টা সাধারনত ফাকাই থাকে, কেউ তেমন একটা উঠেনা, হটাথ একদিন বাম পাশের ছাদে একটি মেয়েকে দেখি আমার দিকে তাকিয়ে আছে, আমি ঘুরে সে পাশ টায় গেলাম , মেয়েটা আসলেই কি আমার দিকে তাকিয়ে ছিলো নাকি অন্য কিছু বুঝার উপায় নেই, যাই হোক আমি তখন দ্বিতীয় ষ্টিক ধরাতে ব্যাস্ত, খেয়াল করলাম মেয়েটার হাতে আগুন জ্বলে উঠল, আমি দেশালায় ব্যাবহার করছিলাম, আর মেয়েটা লাইটার, একটা মেয়ে সিগেরেট খাচ্ছে ব্যাপার টা কেমন যেন লাগল আমার কাছে, যাক গাজা তো আর খাচ্ছেনা, বলা যায়না খেতেও পারে, পৃথিবীতে কত কষ্টের কত মানুষ ই তো আছে সেসব নিয়ে আর মাথা ঘামালাম না, কিন্তু খেয়াল করতে থাকলাম মেয়েটার সাথে আমার প্রায় দেখা হয়, সে কখনই আমার সাথে সাথে সিগেরেট জ্বালায় না, যদি আমার জ্বালানোর সাথে সাথে সে জ্বালাতো তাহলে হয়তো অনুমান করতে পারতাম ভাব জমাতে চাচ্ছে, যদিও সেসব সম্পর্কে আমার না জড়ানোই ভালো , আমার লক্ষ্য মৃত্যু, আমাকে মরতে হবে, আচ্ছা প্রথমেই কুকুর বিড়াল কেনো তাকেও মেরে ফেলা যায় সে লক্ষ্যেই আগানো শুরু করলাম, একদিন ইচ্ছে করে তার সময়মত বিড়ি ধরাতে থাকলাম, সে যিখন সিগেরেট জালায়, আমি বিড়ি জ্বালাই, এইভাবে বেশ কয়েকদিন গেলো, একদিন দেখলাম মেয়েটা আর সিগেরেট জ্বালাচ্ছে না, আমার সিগেরেট খাবার প্রচন্ড ইচ্ছা হচ্ছে, অনেক ক্ষন দেখে আমি একটা বিড়ি জ্বালিয়ে খেয়াল করলাম মেয়েটা সিগেরেট ধরিয়েছে,মেয়েটা তাকালো একবার তারপর আর আসেনি বেশ কয়েকদিন,কিছুদিন পরেই আবার ছাদে তার দেখা পেলাম, যাক তাহলে ফিরে এসেছে। ভাবতে থাকলাম কি করে তাকে ভাগে আনা যায়, আগে প্রেম করবো তারপর ওকে মেরে ফেলবো সাহস অর্জন করবো আমি, অতঃপর মৃত্যু, কাজ টা খুব কষ্টের হবে তবু করতে হবে আমায়।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ