মুজিব শতবর্ষ !

সুপায়ন বড়ুয়া ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৭:৫৪:১৯অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

আজি হতে শতবর্ষ আগে
তুমি এসেছিলে নীরবে নি:শব্দে
টুঙ্গীপাড়ার অজপাড়া গাঁয়ে বাংলামায়ের পর্ণকুটিরে
ফাগুনের আলোক উজ্জল ভোরে
মোয়াজ্জেমের আজানের সুমধুর সুরে
মাতৃজননীর ঘর আলো করে
আজ তোমায় স্মরি বন্ধু শতবর্ষ পরে।

মায়ের কপোট ললাটে বলীরেখা ফেলে
দুরন্তপনা কৈশোর পেরিয়ে যৌবনে রেখেছো পা
অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরূদ্ধে
দাঁড়িয়ে তোমার নিয়ত সংগ্রাম
দৃঢ় অবিচল মনোবল
স্হান করে নিয়েছো বাঙালীর মনের মন্দিরে।

যে বয়সে পুরুষ ভালবাসে নারীকে
সে বয়সে তুমি ভালবেসেছিলে মাতৃভূমি বাংলাকে।
যে বয়সে পুরুষ ভালবাসে প্রিয়তমার উষ্ণ আলিঙন
সে বয়সে তুমি জ্বালিয়েছ দ্রোহের অনল।
হাজার বছরের পরাধীন বাঙালীকে জাগাতে
উৎসর্গ করেছ নিজেকে।
যে বয়সে পুরুষ গেয়ে যায় ভালবাসার গান
সে বয়সে তুমি গেয়েছ শিকল ভাঙার গান।
যে বয়সে পুরুষ প্রেয়সীর কোলে মাথা রেখে
গেয়ে যায় যৌবনের জয়গান।
সে বয়সে তুমি পাক যান্তার অন্ধকার পরাকাষ্ঠে
যৌবনের ২২টি বছর গেয়েছ বাংলার মুক্তির জয়গান।

তুমি মুজিব, তুমি বঙ্গবন্ধু
তুমি বাংলা মায়ের আরাধ্য সন্তান
তুমি আজন্ম লালিত বাংলা মায়ের হিরম্ময় হাতিহার
তুমি স্বাধীনতা অমর কাব্যের কবি।
তুমি লাখো শহীদের শ্যামল মৃত্তিকায়
গেয়ে যাও বাংলার জয়গান।

তুমি নেতা, তুমি কবি
তুমি এসেছিলে বাংলা মায়ের পর্ণকুটিরে
উজ্জল আলোক বর্তিকা জ্বেলে।
তুমি এসেছিলে স্বজন হারানো বেদনাসিক্ত
বাংলা মায়ের উষ্ণ আলিঙন ঘিরে।

তোমার আগমনে মুখরিত হলো
বাংলার ফুল ও ফলে
আলোড়িত হলো বাংলার বনাঞ্চল
পাখির কল-কাকলিতে।
উচ্ছষিত হলো বাংলার নদী নালা খাল বিল
পদ্মা মেঘনা গৌরী যমুনা কর্ণফুলী।

তোমাকে বাঙালী বাঁধে আত্মার বাঁধনে
হৃদয়ের উষ্ণ আলিঙনে।
তুমি শেখ মুজিব, বাঙালীর অবিসংবাদিত নেতা
তুমি বঙ্গবন্ধু , স্বাধীনতা অমর কাব্যের কবি
তুমি বিশ্ববন্ধু, বাঙালী জাতির পিতা।

তোমার স্বাধীন বাংলার সুবর্ণ জয়ন্তীতে হবে
তোমার জন্ম শত বর্ষপুর্তি।
বাঙালী সাজিয়েছে তার বরণ ঢালা
মানবতার কন্যার হাত ধরে আসবে অর্থনৈতিক মুক্তি।

পিতা তুমি হও চীরন্জীব
তোমার শতবর্ষ পুর্তির।
পিতা তুমি হও অবিনশ্বর
বাঙালীর শাশ্বত মুক্তির।

ঢাকা ( ১০.১.২০)

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ