মিথ্যা যখন স্বাধীন!

বোরহানুল ইসলাম লিটন ১১ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ০৮:৪৫:১৬পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

যার মাঝে রোজ মিথ্যা জেগে কর্মে রাখে লয়,
তার কাছে কি সত্য ঘুরে খুঁজতে ক্ষণিক জয়?
থাকলে বরং আস্থা যেচে
ওরাও ভাবে মান দি’ বেচে
আর তা শুনেই মিথ্যা বলে ‘আমিই কালের হয়!’
তখন কি তার সঙ্গী-সাথী আর করে কেউ ভয়?

ভাবছো শুনে ’মিথ্যা সে নয় চিরস্থায়ী বীর?’
কও তো তবে একটুখানি বুদ্ধি রেখে স্থির!
জমিন ভেবে শ্রমীর বাছা
বাছলো না যে যা আগাছা
ফসল কি তার বাঁচতে পারে উচ্চ করে শির?
যতোই সুখে হোক সে’ মৌসুম সহন ধারার নীড়!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ