মানবপাখি

শুন্য শুন্যালয় ১৪ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ০৭:০৬:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, ছবিব্লগ ৩২ মন্তব্য

IMG_7121 []পাখির আকাশবার্তা অজানাই থাকে পাখির গোচরে অগোচরে
চোখের আকাশে, আকাশচোখে।
ধরি ছুঁই, ছুঁতে গিয়েও অধরার আস্ফালন ছুঁই
সুর বাঁধি, বাঁধনের সুরে বন্ধন বাঁধি
আকারে আকারে ছুঁয়ে দেই পাখির পালক,
পাখির চোখ, বাঁকানো ঠোঁট, উদ্ধত গ্রীবা
পাখি শখের, গোপন পাঠের পাখি।

IMG_6969 (4) []পাখি হই, ছুঁই নীল, সফেদ কালো ছাই ছাই মেঘ, মেঘের পোড়া ছাই।
দূর চীল কেও পেড়িয়ে যাই উচ্চতায়
আকাশে ওড়াই জম্পেশ সাতের গুনিতক রংধনু
আঁচলে ওড়ে দূর পাল্লার স্বপ্ন ভরা আলমারীর চাবি
পাখি আমি তখন, স্বপ্ন ব্যঞ্জনের পাখি।

IMG_6670 []ডানা ভাঙ্গে এক আধখানা, নড়বড়ে ঘুমে মজবুত স্বপ্নও ভাঙ্গে
মেরামতি ভাঙ্গে, টলটলে নদী ভাঙ্গে পাড়।
পাখি হতে চাই, পাখির প্রতিদিনের মৃত্যু কী চাই?
দূর্বা খড়ের শীতের ঘরে টপ টপে বৃষ্টি নিতে চাই?
শুকিয়ে যাওয়া ট্যাপকলের বিন্দু বিন্দু পানি শুষে
মানব কী হতে পারে পাখি, এক ডানা খসে পড়া পাখি?

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ