ভোরের পরামিশ

ছাইরাছ হেলাল ৪ মার্চ ২০১৭, শনিবার, ০১:১০:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

আজ জোড়া ভোরে
সুবেহ সাদেকের পয়লা রোশনিতে
তাজ্জব আমি, স্নায়ুর তন্ত্রীতে কাঁপন লাগিয়ে,
তাকাতাকি-দেখাদেখি ক’রে ক’রে
না-দেখা-না-দেখি ক’রেও
দেখা হয়েই যায়!!
সিনা চিতিয়ে সংগোপনে না-ক্যাঁচমাঁচানো সিঁড়ি বেয়ে
আন্ধার-আলো করে তল-কুঠুরিতে নেয় টেনে,
ক্যাঁচরম্যাঁচর করে, ধুমান্ধারর পরামিশ দেয়,
খুব পরামিশ দেয়, যুদ্ধে ঝাঁপানোর!

কাজে-কামে উদ্যম-রহিত হালতে (তাগা-তাবিজ ব্যর্থ)
আগে বাড়ি না, কামিয়াব না-হওয়ার ভয়ে;

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ