ভুল

স্বপ্নীল মেঘ ২১ মে ২০২১, শুক্রবার, ১১:৪৮:১৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

আমি ভুল গুলো শুধরে নিয়ে আরেকবার আসতে চাই তোমার কাছে।

আবদ্ধ অন্তরে শুভ্র ভালোবাসা টুকু দেয়া যে বাকিই রয়ে গেল

জন্মান্তরের এ দায় আমি কিভাবে বহন করবো বলতে পারো কি? যদি সুযোগ ই না দাও!

অপেক্ষা করা যায়। করছিই বটে! কিন্তু প্রত্যাশার অনুভূতি দুশ্চিন্তা হয়ে ব্যথা দেয় প্রতি মুহূর্ত।

আরেকবার আমাকে ডেকো! ওই হয়না জোৎস্না রাতেও জোনাকি যেমন উঁকি দেয় পথ ভুলে!

নাহয় পরাজয় স্বীকার করে নাও আমাকে আবার ডেকে!

বিশ্বাস করো তোমাকে জয় করে নিবোই আমি।

 

আমার আকাশে ঝড়ের পূর্বাভাস অনুভব করে আমাকে ছেড়ে চলে গেছো!

ঘুরে তাকাওনি, স্বার্থপর হয়ে নিজের দায় আমাকে চাপিয়েছো, ব্যথার পাহাড় আমাকে দিয়ে নিজে মুক্ত হয়েছো।

কিন্তু, সেদিন আকাশ ঝড়েনি। তোমার চলে যাওয়ার

ব্যথায় ডুকরে ডুকরে গর্জনে মেতেছিলো মেঘ রাজ্য, তুমি শুনোনি প্রকৃতি অনুভব করেছে কিন্তু ওরা নিস্তব্ধ।

 

জানো তো, কালচে আকাশ টাও রঙ পাল্টিয়ে ফেলে নিমিষেই।

কালবৈশাখী ঝড়ে প্রকৃতি লণ্ডভণ্ড হয়ে গেলেও শিখরে জমে থাকে উর্বরতা।

এক সমুদ্র ভালোবাসা নিয়ে আমি আজো অপেক্ষা করি তোমার ফেরার!

নির্জনতার রাত্রিতে দরজা দিতে ভুলে যাই! এ অভ্যেস তোমার বাড়ি ফিরার লোভে।

 

তবে যদি আরেকবার আসতে হয় তোমাকে, এক নতুন বসন্তে এসো।

মাথায় শিমুল ফুল গুঁজে, নতুবা সস্তা কোনো নীল চাদরে গা পেঁচিয়ে আসিও।

আমি হলুদ পাঞ্জাবীতে হাতে এক টুকরো চিরকুট নিয়ে অপেক্ষা করবো আর তাতে লিখা থাকবে

 

"ভালোবাসলেই তবে অপেক্ষা করা যায়

আর অপেক্ষায় ভুল শুধ্রে নেয়া যায়"

~মেঘ

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ