দোষ-গুণ, ভালো-খারাপ মিলিয়েই আমরা মানুষ—আমরা কেউই ১০০% ভালো মানুষ না, আবার কেউই ১০০% খারাপও না—আমাদের সবার মাঝেই ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে—সব কাজ যে আমরা করতে পারি তা না, এমন অনেক কাজই আছে যা আমরা করতে পারি না—অথচো আমরা এই না পারাটা কখনো স্বীকার করতে চাই না—আমরা সব সময় আমাদের ভালো দিকটা ফুটিয়ে তুলতে আর অন্যের খারাপ দিকটা খুঁজে বের করতে ব্যস্ত থাকি—নিজের খারাপ দিকটা আমরা সব সময় ঢেকে রাখতে চাই, আর অন্যের ভালো দিকটা তো আমাদের চোখেই পড়ে না............

এই পোস্টটা মূলত আমার নিজের ভালো দোষ আর খারাপ গুণ খুঁজে বের করার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র—এখন থেকে ঠিক করেছি নিজেই নিজের দোষ’গুণগুলো খুঁজে বের করবো আর টুকে রাখবো—তারপর নিজেই নিজেকে মূল্যায়ন করবো যে আমি মানুষ হিসেবে কতোটা ভালো আর কতোটা খারাপ—নিজেকে যে নিজে ভালো বলে দাবি করি, আসলে কতোটা ভালো তা একবার যাচাই করা উচিত.........

আসুন একবার দেখে নিই, এ লেখাটা পোস্ট করার পূর্ব পর্যন্ত আমার মাঝে কি কি ভালো দোষ এবং খারাপ গুণ বিদ্যমান রয়েছে—প্রথমে খারাপ গুণগুলো জেনে নিই, তারপর দেখি ভালো কোন দোষ আছে কিনা.....

খারাপ গুণঃ

*আমি আমার আম্মুর কথা খুব কম শুনি—যদিওবা এ নিয়ে আম্মুর কোন অভিযোগ নেই—

*আমি সাঁতার জানি না—সমুদ্রে নেমে ঝাপাঝাপি করলেও পুকুর আর নদীতে এখনো আমার নামায় হয়নি—

*এখনো একা পথ চলতে পারি না—

*মিথ্যে সহ্য করতে পারি না—মিথ্যা সহ্য করতে পারার ক্ষমতাটুকু থাকার প্রয়োজন ছিলো—তাহলে হয়তো অনেক কষ্ট পাওয়া থেকে বেঁচে যেতে পারতাম—

*তেল মারতে পারি না—অথচো এ তেলীয় যুগে অত্যন্ত সুন্দরভাবে তেল মারতে পারাটাই হচ্ছে মূল্যবান আবশ্যকীয় গুণ—

*চা খেয়ে সাথে সাথে পানি খাওয়ার মতো বিরাট খারাপ গুণটাও আমার মাঝে আছে—

*কাঁটার ভয়ে ছোট মাছ খাওয়ার গুণ অর্জন করতে পারি নাই আজ পর্যন্ত, আদৌ পারবো কিনা তাতেও যথেষ্ট সন্দেহ রয়েছে—

*সুঁই এর মাঝে সুতা আটকাতে পারি না—

*আমি নিজেকে খুব কর্মঠ প্রমাণ করতে চাইলেও সত্যিকার অর্থে আমার আলসে সময় কাটাতেই খুব ভালো লাগে—

*গালি দিতে জানি না—অথচো বর্তমান সভ্য সমাজে যে হারে গালির ব্যবহার+চর্চা হচ্ছে তাতে করে গালি একটা গুণ/শিল্পতে পরিণত হয়েছে, কিন্তু আমার মাঝে এই গুণ অনুপস্থিত—

*আমি দেখতে কুৎসিত তার উপর আবার সাজতে পারি না—আমার যে কি হবে?—

*আমি খুব চাপা স্বভাবের—সহজে কারো সাথে রাগ দেখায় না, তবে ভিতরে ভিতরে ফুলতে থাকি, যা কিনা পরে মারাত্মক আকার ধারণ করে—

*খুব সহজেই আমি যে কাউকে বিশ্বাস করে ফেলি—মানুষজনকে আমি অনেক সম্মান করি—যা একদম ঠিক না—

*যেকোন কিছু আমি খুব কম বুঝি, সহজে বুঝতে পারি না—আর কোনকিছু যদি একবার বুঝতে পারি তবে পরবর্তীতে সেটা আমি কাউকে বুঝাতে পারি না—

*খুব অল্পতেই আমি অনেক কষ্ট পেয়ে যাই, আর সেই কষ্টগুলো আমি পুষেও রাখি—

*আমার রাতজাগা স্বভাব—যার জন্য সকালবেলা উঠতে আমার যতোটা না কষ্ট হয়, তারচেয়ে বেশি কষ্ট হয় আমার আব্বু আম্মুর আমাকে ভোরে উঠিয়ে নামাজ পড়াতে—

*একটা প্রেম করার বড্ড ইচ্ছে ছিলো—প্রেম করে ভালো প্রেমিকার নানা গুণাবলী অর্জন করারও বড্ড ইচ্ছে ছিলো—কিন্তু গুণ কি আর আমার কপালে আছে?—তাই আমার প্রেম করাও হলো না—বছর খানেক আগে আম্মুকে একটা কথা প্রসঙ্গে বলেছিলাম যে, আমার এখনো একটা প্রেম করা বাকী আছে—আর আম্মুও বললো তোমার এখনো মাইর খাওয়াটাও বাকী রয়ে গেছে—আফসোস আমার প্রেম করাও হলো না, মাইর খাওয়াও হলো না—

*এতো বড় হয়ে গেছি অথচো এখনো চুল বাঁধতে জানি না—

*ছোট বাচ্চাদের মতো এখনো আঙুল খাওয়ার বদ অভ্যাসটা আমার যায়নি—এই আঙুল খাওয়া নিয়ে একটা বিরাট ইতিহাস আছে, যা নিয়ে পরবর্তীতে “আঙুল নিয়ে যতো যন্ত্রনা” শিরোনামে একটা পোস্ট দেওয়ার ইচ্ছে আছে—

*হাঁটার ব্যাপারে আমি খুব অলস--বেশিক্ষণ হাঁটতে পারি না, একটু হাঁটলেই আর হাঁটতে ইচ্ছে করে না—

*পড়ালেখায় একেবারে ডাব্বামার্কা স্টুডেন্ট আমি—

*আমি রান্না করতে পারি না—ভাত খেতে আমার খুব কষ্ট হয়—খুব অল্প দিনই হবে যে বকা শোনা ছাড়া আমি ভাতের প্লেট খালি করতে পেরেছি—তবে জাঙ্ক ফুড আমার খুব পছন্দের—

*রান্নাঘর আমার খুব অপছন্দের জায়গা—আম্মু ভাবীকে তো আমি কি করে তারা রান্নাঘরে সারাটা দিন পার করে দেয় এই প্রশ্ন করে করে ক্লান্ত—

*সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কথা আমি কখনোই বলতে পারি না—পরে যখন বলি তখন সেটা অনেকটা চোর পালালে বুদ্ধি বাড়ার মতো ব্যাপার হয়ে যায়—

*এফবিতে আইডি খোলার পর আমি আমার ফ্যামিলির মানুষগুলোর কাছে অনেক কথা লুকিয়েছি, যা তাদের বলা উচিত ছিলো, কিন্তু আমি না বলে তাদের থেকে লুকিয়ে গেছি—এই বলতে না পারাটা/লুকিয়ে যাওয়াটাও বিরাট খারাপ গুণের পর্যায়ে পড়ে—

*আমি খুব আবেগী একটা মেয়ে, আর আমার মায়ের ভাষ্যমতে, এই আবেগই একদিন আমার জন্য কাল হয়ে দাঁড়াবে—

*খুব বেশি স্বপ্ন দেখি আমি—আমার দু’চোখ জুড়ে শুধুই স্বপ্ন—যার সাথে বাস্তবের যোজন যোজন দূরত্ব—যা একদম ঠিক না—আর এটা কখনোই ভালোর পর্যায়ে পড়ে না—

(আপাতত এ পর্যন্ত খুঁজে বের করা এগুলোই আমার খারাপ গুণ—হয়তো আরো আছে কিন্তু এ মুহুর্তে মনে করতে পারছি না—পরে কখনো মনে করতে পারলে এগুলোর সাথে অ্যাড করে দিবো)

ভালো দোষঃ

*আমি ভালোবাসতে পারি—কোন রকম পাওয়ার আশা না করে আমি নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারি—ভালোবাসার কাঙাল আমি, কারো কাছ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসা পেলেই আমি সন্তুষ্ট হয়ে যাই, আর কিছু চাওয়ার থাকে না—

(আপাতত এই একটি ভালো দোষ ছাড়া, আমি আর কোন ভালো দোষ খুঁজে পাচ্ছি না আমার)

নিজের দোষ-গুণের তালিকা দেখে নিজেই টাশকি খেলাম—আমি এত্তো খারাপ, আমার এত্তো এত্তো খারাপ গুণ, আমি এত্তো কিছু পারি না, এই তালিকা করার আগ পর্যন্ত জানা ই ছিলো না—যাই হোক এটাই সত্যি, সত্যকে এড়ানো সম্ভব না.......

(যারা যারা কষ্ট করে আমার জন্য গুরুত্বপূর্ণ হলেও আপনাদের জন্য আজগুবি এই তালিকা শেষ পর্যন্ত পড়েছেন সবাইকে ধন্যবাদ)

(খেয়ালী মেয়ের যতো দোষ'গুণ)

0 Shares

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ