ভাবনা

নীলাঞ্জনা নীলা ১৮ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ০৮:৪৬:৩৯পূর্বাহ্ন কবিতা ৪৯ মন্তব্য

নীল সাগরের অথৈ জলে স্বপ্ন আবাস
নীল সাগরের অথৈ জলে স্বপ্ন আবাস

আমি এখন স্বপ্ন দেখি ক্রান্তিকালের
এখন আর চোখে ভাসেনা মধুচন্দ্রিমা
"ওই ঝিনুক ফোঁটা সাগর-জলের।"

এখন আমার গন্তব্য--
দুজন মিলে বৃদ্ধাশ্রম
হৈ-হুল্লোড় মনে মনে
চোখে চোখে আলিঙ্গন।

নাক্ষত্রিক নীরবতা
নাক্ষত্রিক নীরবতা

** অনেক বছর আগের লেখা। দেশে ছিলাম, চারদিকের পরিবেশে বয়সটা যেনো পঞ্চাশ হয়ে গিয়েছিলো। আজ লেখাটি চোখে পড়তেই হাসি পেলো। পরিবেশ মানুষের মনে কেমন প্রভাব ফেলে সেটাই দেখিয়ে দিলো লেখাটি আমায়। হাসবেন সবাই, কিন্তু এটাই সত্যি আমার মনের বয়সটা দিন কে দিন কমে যাচ্ছে এখানে সোনেলায় এসে। সোনেলার প্রতি কৃতজ্ঞ আবারও, আর অবশ্যই তাঁদের যারা রোজ আমায় উৎসাহিত করেন লিখতে। ভালোবেসে ভালোবাসতে শেখান।

***প্রথম ছবিটি আমারই তোলা। আটলান্টিক মহাসাগর ২০১১ সালের আগষ্ট মাসে। আর দ্বিতীয়টি ল্যাপুর ওয়েব ক্যামের।

নতূন বাজার, সিলেট
২ আগষ্ট, ২০০৮ ইং।

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ