বৈশাখ হে, মৌনী তাপস (ম্যাগাজিন)

নীলাঞ্জনা নীলা ১৭ মার্চ ২০১৭, শুক্রবার, ০৪:৩৩:৩৭পূর্বাহ্ন কবিতা ৪৮ মন্তব্য

তুমি এসো, নির্জন অন্ধকারকে ম্লান করে দিয়ে এসো।
স্নান করাও পৃথিবীকে আরেকটিবার তোমার নতুন আলোয়;
সমস্ত আকাশের স্তব্ধতা মিলিয়ে দিয়ে বেজে উঠুক তানপুরায় সুর,
"এ কী সুগন্ধহিল্লোল বহিল, আজি প্রভাতে, জগত মাতিল তায়!"

তুমি এসো, অন্যরূপে, পূর্ণ করে দাও যতো অপূর্ণতা আছে
পুরোনো স্মৃতি-জরা-জীর্ণতাকে পেছনে ফেলে রেখে
নীরবতার ভেতর দিয়ে এসে ঝড় ওঠাও
তোমার ঝড়ের জলে নেচে উঠুক গাছের পাতারা,
উত্তপ্ত ধূলোর বুক ভিঁজিয়ে দাও।

তুমি এসো নতুন সম্ভাবনার দরোজা খুলে,
আমাদের স্বপ্নকে স্পর্শ করাও আবহমান বাংলার এই মাটিতে।
"বৈশাখ হে, মৌনী তাপস" তুমি এসো,
তোমার আলোয় স্নান করাও পৃথিবীকে আরেকবার।

হ্যামিল্টন, কানাডা
১৬ মার্চ, ২০১৭ ইং।

0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ