বিষয়টা কিন্তু ভাবতে হবে!

রাফি আরাফাত ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ১২:৪৩:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

১ লাখ ছাত্র থেকে ২ হাজার জন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিলে দেশ শিক্ষায় উন্নত হবে না,বরং অনুন্নত হবে। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা থাকা ভালো,তবে তা ২ হাজার ছাত্রকে শিক্ষিত করতে গিয়ে ৮০ হাজার ছাত্রকে বেকার বানিয়ে নয়। প্রাথমিক পর্যায়ে ১০০% শিক্ষার নিশ্চিত করে লাভ নাই,যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসে তাদের জায়গা করে দিতে না পারেন। ১০০ জন মানুষকে দাওয়াত দিয়ে ২০ জন মানুষের খাবার বানিয়ে রাখলে ব্যাপারটা লজ্জাজনক না? দেশের ছাত্র বাইরের দেশে পড়ে দেশের উন্নতি করলে উন্নতিটা হয়তো দেশের হবে,কিন্তু ক্রেডিট টা কিন্তু তারাই নিবে, যারা তাকে দক্ষ বানিয়েছে। পরিক্ষা দিয়ে হয়তো মেধা যাচাই করা যায়, কিন্তু পরিশ্রম দিয়ে তাদের ক্ষমতা যাচাই করা যায়। তাই তাদের সুযোগ করে দেন, পরিশ্রমের পরিক্ষা নিন, অলসরা ঝরে পড়ুক, তাহলেই হয়তো কিছু একটা হবে!

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ