অচেনা মুখ

নীলাঞ্জনা নীলা ২৪ অক্টোবর ২০১৫, শনিবার, ১২:১৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৭৪ মন্তব্য

 

অচেনা...
অচেনা...

আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
নিজেকে কেমন জানি স্যাঁতস্যাঁতে এবং অচেনা লাগে।
কিন্তু আয়না ঠোঁট নেড়ে বলার চেষ্টা করে
ওদিকের ওই মুখটা নাকি আমারই!
ভালো করে তাকিয়ে দেখি, কেমন কুৎসিত একটা চোখ!
গালের ঝুলে যাওয়া মাংসপিন্ড
ওটা আমি! অসম্ভব!! এ কি করে সম্ভব!!!

অনেক ভেবেছি, কি করে আয়নার ওই মুখ আমি হই?
তারপর আয়না থেকে নিজেকে সরিয়ে নিয়ে
হাত দিয়ে ছুঁয়েছি চোখ, নাক, ঠোঁট, চিবুক, কপোল---
জাপটে ধরে নিজেকে,
আঁচড়ে-খামচে রক্তাক্ত করে দেখেছি,
অনেক ব্যথা;
এ তো আমি-ই।

কৃষ্ণপক্ষে আকাশ জুড়ে মেলা থাকে তারা-নক্ষত্রের সামিয়ানা;
মায়াবী সৌন্দর্য মেখে রা্ত্রি আদর করে অন্ধকারকে--
আর আমার এই মুখশ্রী ভরা বিষাক্ত ব্রণ
ঢেকে রেখেছে সেই সুন্দরীতমার চিবুকের ভাঁজ, কপোলের টোল।
যে চিবুকে তুমি চুমু খেয়েছিলে,
যে কপোল তোমার স্পর্শে হাল্কা গোলাপী রাঙা হয়ে যেতো
আমায় লজ্জ্বাবতী করে তুলতো তোমার দৃষ্টি,
এই তো সেই গভীর কালো চোখ;
যে কখনো তোমার চোখে চোখ রাখেনি।

নাহ এ আমি নই!
কিছুতেই না!!
এ কে? চিনিনা এই মুখ।
পলক কেঁপে উঠছে কেন?
আমার ভয় করছে খুউব---

 

হ্যামিল্টন, কানাডা
৭ আগষ্ট, ২০১৫ ইং।

**মাঝে-মধ্যে এমন সময় আসে নিজেকে চেনা যায়না। এমনই এক সময়ের লেখা, আজ ঠিক তেমনই এক সময়ে মুক্তি দিলাম নিজেকেই।**

0 Shares

৭৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ